ধ্বনি হোক অলংকৃত

কেমন আছেন সবাই? নিয়ে এলাম ছয় নম্বর টিউটোরিয়ালটি। গতপর্বে অনেকেই পিয়ানো বাজানোর নিয়ম জেনেছেন। অনেকে পেরেছেন অনেকে পারেন নি...

FL Studio Tutorial: Create Music Without Learning Piano in Bangla, Find Out Notes Easily


কেমন আছেন সবাই? নিয়ে এলাম ছয় নম্বর টিউটোরিয়ালটি। গতপর্বে অনেকেই পিয়ানো বাজানোর নিয়ম জেনেছেন। অনেকে পেরেছেন অনেকে পারেন নি। যারা পারছেন না আজকের টিউটোরিয়ালটা মূলত তাদের জন্য। খুব সংক্ষেপে লিখব আজ। শুরু করি তাহলে।

  • FL Studio ওপেন করুন।  
  • View মেনু থেকে Plugin picker-এ যান  
  • Newtone খুঁজে বের করুন ড্রাগ করে এনে ছেড়ে দিন। 
  • এবার নিজের খালি গলায় রেকর্ড করা কোনো লাইন বা যেকোন অডিও ফাইল তাতে এনে ছেড়ে দিন।Processing হবে। 
  • এরপর দেখুন অনেকগুলো নোট চলে এসেছে। 
  • এবার দেখুন Newtone এর উপরে দুইটা জায়গায় চারটা চারটা করে অপশন আছে। 
  • ডানপাশের প্রথম সিঁড়ির মতো চিহ্নে ক্লিক করুন। দেখবেন Pattern1 Sampler এর ঘরে নোটগুলো চলে এসেছে। 
  • এবার Sampler-এর উপর মাউস রেখে মাউসের ডান বাটনে ক্লিক করুন। 
  • Replace থেকে যেকোনো একটা বাজানোর মতো বাদ্যযন্ত্র যেমন FL Keys, Sytrus, Harmless Harmor ইত্যাদির যেকোন একটা সিলেক্ট করুন। 
  • Spacebar-এ চাপ দিয়ে শুনুন।
ভোকালে নয়েজ থাকলে তার জন্যও কিছু বাড়তি নোট থাকবে। সেগুলো আপনাকে Piano Roll থেকে নিজে নিজে বুঝে সম্পাদন করতে হবে। তালের সাথে মিল করে নোটগুলো ডানে বামে সরিয়ে সঠিক জায়গায় স্থাপন করুন। দেখবেন মিউজিক তৈরি হয়ে গেছে। মাইক্রোফোনটা যত উন্নতমানের হবে নয়েজ তত কম হবে আর নোটগুলোর সঠিকতাও বেশি হবে। তারপরও শুনে গানের সুরের সাথে মেলাবেন আর কাজ করবেন।
এখন ভাবছেন এই টিউটোরিয়ালটা আগে দিলেই পারতাম। শুধু শুধু আপনাদের দিয়ে পিয়ানো বাজানোর প্র্যাকটিস করালাম। শুনুন। আগে শিখবেন। তারপর সেটাকে সংক্ষেপ করার উপায় খুঁজবেন।
বিলস গেটস না কে যেন ঠিক মনে নেই একটা কথা বলেছিলেন,যখন আমি খুবই সমস্যায় পড়ি তখন সেটা সমাধানের জন্য অলস লোক খুঁজি, কারণ, একজন অলস লোক সবসময়ই চাইবে কাজটা কীভাবে সহজে করা যায় যাইহোক আপনারা আগে শিখুন তারপর অলস হোন। J
Screenshot দিতে পারলাম না তাই আপনাদের সুবিধার্থে দুই ঘন্টা ধরে আপলোড করে একটা ভিডিও টিউটোরিয়াল দিলাম। আমার এখানে স্পীড জানেনই তো।


আজ আর বেশি কিছু লিখব না। প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের দরকারি বিষয়গুলোর সাথে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। এগুলো শেষ হলে আমরা পুরো একটা করে গান কমপ্লিট করব। আর কোনো সমস্যা থাকলে ফেসবুকে জানান।
ধন্যবাদ সবাইকে।


ফেসবুকে আমি:
https://www.facebook.com/Paakhy
গ্রুপ লিংক :
https://www.facebook.com/groups/FLStudioTutorial

[[বিঃদ্রঃ ধর্মীয়ভাবে সঙ্গীত নিয়ে কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ দলিল অনুযায়ী ইসলামে বাদ্যযন্ত্র হারাম। তাই সঙ্গীতও হারাম। কারণ, তৎকালীন আরবসমাজে সঙ্গীত, মদ-জুয়া ও নারী এই তিনটি জিনিসই মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যেত। তাই অশ্লীল, খারাপ বা উত্তেজক কোনো গান শ্রবণ করবেন না। সত্য, সুন্দর ও পবিত্র গান শুনুন। আর খেয়াল রাখবেন যেন সঙ্গীত আপনাকে কোনোভাবেই যেন ধর্ম থেকে দূরে নিয়ে না যায়। অবসর সময়েই কেবলমাত্র শিক্ষার জন্যই আমার পোস্টটি। এর দ্বারা কোনো পাপকাজ সংঘটিত হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই নিজ দায়িত্বে সফটওয়্যারগুলো ব্যবহার করুন।]]

----

2 coment�rios:

যাক। অনেক জল্পনা কল্পনা শেষে এবার আপনাদের জন্য পিয়ানো বাজানোর টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। পিয়ানো মূলত হারমোনিয়াম। তাই যারা হারমোনিয়াম বাজাত...

FL Studio Tutorial: Learn Piano in easiest way

যাক। অনেক জল্পনা কল্পনা শেষে এবার আপনাদের জন্য পিয়ানো বাজানোর টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। পিয়ানো মূলত হারমোনিয়াম। তাই যারা হারমোনিয়াম বাজাতে পারেন তারা পিয়ানোও বাজাতে পারবেন। আর যারা দুটোর কোনোটাই বাজাতে পারেন না তাদের জন্যই আমার এ টিউটোরিয়াল। একবার যদি পিয়ানো বাজানো শিখতে পারেন তাহলে আপনি একাধারে হারমোনিয়াম, বাঁশি, মাউথ অরগান(হারমোনিকা), গিটার সব বাজাতে পারবেন। আমার কোন এ্যাকুইস্টিক গিটার নেই তাই বাজাতেও পারি না। তবে নিয়ম কানুন জানা আছে। একটা হাওয়াইয়িন গিটার আছে ওটা দিয়ে মাঝে মাঝে গানের সুর তুলি। তাও আবার আধা-নষ্ট। আর শুধু তবলা ব্যতীত সবকিছুই প্রায় বাজাতে পারি। যাইহোক আসুন শুরু করা যাক।

বাংলা’য়, ইংরেজিতে যেমন অক্ষর আছে, তেমনি সঙ্গীতেও বিভিন্ন অক্ষর আছে। বাংলায় শিশুরা সর্বপ্রথম প,ফ,ব,ভ,ম এই ৫ টি বর্ণ উচ্চারণ করতে শেখে। কারণ এই ৫ টি বর্ণই কেবলমাত্র ঠোঁটে ঠোঁট লাগিয়ে উচ্চারণ করতে হয়। আর সর্বপ্রথম শিশু মূলত ‘মা’ ও ‘বাবা’ এই দুই শব্দই বলতে শেখে। এই জন্য দেখা যায় বেশিরভাগ ভাষাতেই বাবা ও মা-এর অনুবাদ এই ৫ অক্ষরের মধ্যেই রাখা হয়।

 যেমনঃ বাবা-মা (Bengali); ফাদার-মাদার (English) ; প্যাড্রে-ম্যাড্রে (Spanish); পারে-মারে (Catalan); ফুচি-মুচি (Chinese); ফার-মর (Danish); ভ্যাডার-মুডার (Dutch); প্যাট্রো-প্যাট্রিনো (Espernto); পেরে-মেরে (French); ভ্যাটার-মুটার (German); পিতা-মা (Hindi) এরকম আরো অনেক দেশেই আছে। বেশ মজার না?

সঙ্গীতের ক্ষেত্রেও এরকম কিছু অক্ষর আছে। যেগুলো কম্পাঙ্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখন বলবেন কম্পাঙ্ক কি জিনিস? কম্পাঙ্ক হলো কন্ঠের তীক্ষ্ণতা। যদি আপনি গানের পাখি সাবিনা ইয়াসমিনের কন্ঠ শোনেন তাহলে দেখবেন তার গলা কি সুন্দর চিকন ও মিষ্টি। অর্থাৎ তার কন্ঠের কম্পাঙ্ক বেশি। সাধারণত মেয়েদের গলার কম্পাঙ্ক ছেলেদের তুলনায় বেশি হয়। এজন্য সবাই সবার সাথে ডুয়েট গাইতে পারে না। আবার হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবেন। দেখবেন তার কন্ঠ বেশ মোটা। অর্থাৎ তার কন্ঠের কম্পাঙ্ক কম। আমরা যখন একটা গান গাই তখন লক্ষ করুন যে আমরা কী করি। আমরা যখন সুর পরিবর্তন করি তার অর্থ হলো আমরা ঐ লাইনের কম্পাঙ্ক পরিবর্তন করি। গানের প্রতিটা অংশেই কম্পাঙ্ক খেলা করে। অনেক সময় গানের একটা শব্দের কম্পাঙ্কেরও পরিবর্তন হয় আবার অনেক সময় একটা শব্দের প্রতিটা অক্ষরেরও কম্পাঙ্কের পরিবর্তন হয়। এটা সুরকারের উপর নির্ভর করে। তিনি যেভাবে চান ঠিক সেভাবেই সুরটা হয়। যাইহোক এই কম্পাঙ্কের উপর ভিত্তি করে সঙ্গীতে কতকগুলো বর্ণ তৈরি করা হয়েছে।

এগুলো হলো: C-C#-D-D#-E-F-F#-G-G#-A-A#-B = মোট ১২ টি (B-এর পর আবার C থেকে শুরু)।

আর এগুলোর মধ্যে সা-রে-গা-মা-পা-ধা-নি হলো যথাক্রমে C-D-E-F-G-A-B যেগুলোর FL Studio’র ক্ষেত্রে বাজাতে হয় Z থেকে বা Q থেকে ডানদিকে।





এখন বলবেন যে C#-D#-F#-G#-A# এরা কী দোষ করল? আবার B ও E এর ক্ষেত্রে # (Sharp) নেই কেন? হুমম। জেনে রাখুন, সা-রে-গা-মা কোনো মন্ত্র না। কেবলমাত্র সহজে গানের সুর বাজানোর জন্য এটি মনে রাখা হয়। তাহলে আমরা ১২ টির মধ্য থেকে মাত্র ৭ টা নিলাম সা-রে-গা-মা’র জন্য। তাহলে সূত্রটা কী দাঁড়াল?
1-1-0-1-1-1 
বুঝলেন কী? আমরা C থেকে বাজাচ্ছিলাম। 1 মানে হলো এক নোট ব্যবধান পর। আর 0 নোট ব্যবধান পর অর্থাৎ ঠিক পাশের টা। তাহলে C থেকে শুরু করলে কী দাঁড়ায়? ১২ টা নোটের দিকে তাকান। C- এরপর এর এক (1) নোট ব্যবধান পর আছে D- এরপর এক (1) নোট ব্যবধান পর আছে E- এরপর এর শূন্য (0) নোট ব্যবধান পর বা পাশেরটা হলো F- একইভাবে G-A-B আর E ও B এর ক্ষেত্রে # নেই। এটা মূলত কম্পাঙ্কের জন্যই হয়েছে। কম্পাঙ্কের পরীক্ষায় দেখা গেছে আসলে E ও F এর মাঝখানে আলাদা স্বরবিশিষ্ট কোনো নোট পাওয়া যায় না। তাই E এর কোন শার্প বা # নেই। একইভাবে B ও C এর মাঝেও আলাদা স্বরবিশিষ্ট কোন নোট নেই। তাই B এরও শার্প বা # নেই। বিশ্বাস না হলে FL Studio-তে Q থেকে বা Z থেকে ডানদিকে বাজাতে থাকুন। Z থেকে বাজালে F আর K সুইচ দুইটিতে আপনি কোনো সাউন্ড শুনতে পাবেন না। আবার Q থেকে বাজালে 4 ও 8 সুইচ দুইটাতে কোনো সাউন্ড পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। মূলকথা হলো একটাই। বাজানোর সুবিধার্থে আপনাকে সা-রে-গা-মা মনে রাখতে হবে। কারণ, একটা গানের সুরের উঠানামা মূলত সা-রে-গা-মা দিয়েই সংঘটিত হয়। যেমন ধরুন। সেদিন বাজিয়েছিলাম ‘তোমার বাড়ির রঙের মেলায়’ গানটা। ঐ লাইনটা মনে আছে? ‘বায়োস্কোপের নেশা আমায় ছাড়েনা’? তবে এতবড় না আমরা শুধু ‘ছাড়েনা’ এইটুকুর মিউজিক বাজিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা একবার গানতো যে ‘ছাড়েনা’ এই অংশটুকুর সুর কিরকম? চিন্তা করলে দেখবেন যে ছা-ড়ে-না এই তিনটার স্বর তিন রকম। এবার তিনটার ক্ষেত্রে তিনটা সুইচ চাপবেন আর গাইবেন। কয়েকবার। ছা(W)-ড়ে(R)-না(E) অথবা ছা(X)-ড়ে(V)-না(C) দেখুন তো তিনটা সুর তিন রকম লাগছে কিনা। অবশ্যই লাগবে। তাহলে বাংলায় সা-রে-গা-মা অনুসারে কী দাঁড়াচ্ছে? ছা(রে)-ড়ে(মা)-না(গা) বা রে-মা-গা। কয়েকবার গাইতে থাকুন। দেখবেন ভাল লাগবে। তারমানে সা-রে-গা-মা কিছুই না। শুধুমাত্র আমার বাজানোর সুবিধার্থে আমি এটি মনে রাখব। তাই আমরা চাইলে যেকোনো জায়গা থেকে সা-রে-গা-মা শুরু করতে পারি। শুধু 1-1-0-1-1-1 সূত্রটা মনে রাখবেন। প্র্যাকটিস করুন তো। ধরুন আপনি D নোট কে ‘সা’ ধরে সা-রে-গা-মা বাজাবেন। তাহলে প্রথমে D. এরপর D এর এক (1) নোট পর আছে E. এরপর এর এক (1) নোট পর আছে F#. এরপর এর শূণ্য (0) নোট পর আছে G. এরপর এর এক (1) নোট পর আছে A. এরপর এর এক (1) নোট পর আছে B. এরপর এর এক (1) নোট পর আছে C#. (বলেছিলাম CDEFGABCDEF…….. এইভাবে চলতে থাকে) তার মানে D থেকে শুরু করলে সা-রে-গা-মা’টা হবে এরকম।

  

আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রইল। কোথা থেকে শুরু করলে সা-রে-গা-মা’র ম্যাপ কী হবে সেটা আমাকে জানাবেন। এবার তাহলে গানটার ‘ছাড়েনা’ বাজান তো। মনে নেই? রে-মা-গা। কী? বুঝেছেন তো? কিন্তু কন্ঠটা একটু উপর থেকে গাইতে হচ্ছে তাইনা? হবেই তো একটা স্বর উপর থেকে ধরেছেন না? একইভাবে E থেকে শুরু করলে সা-রে-গা-মা কিরকম হবে তা সূত্রানুযায়ী বের করে ফেলুন আর ‘ছাড়েনা’ গাইতে থাকুন। এভাবে ডানদিকে যেতে থাকুন আর ‘ছাড়েনা’ গাইতে থাকুন। দেখবেন যতই একটা করে নোট উপরে এভাবে গাইতে থাকবেন ততই আপনার গাইতে কষ্ট হচ্ছে। কারণ, আপনার গলার কম্পাঙ্ক একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ। যত উপরে গাইতে থাকবেন ততই গলায় চাপ পড়বে। অনেকেই দেখেছি যখন গলায় চাপ পড়ে তখন অনেকেই স্কেল পরিবর্তন করে নিচের স্কেলে গাইতে থাকে। এটা কখনোই করবেন না। হয়তো একদমই থেমে যাবেন নয়তো প্রথমেই একটু নিচ থেকে শুরু করবেন। সঠিক গাইতে গাইতে ভুল কোনো কিছু চর্চা করবেন না। এটার পরিণতি মারাত্মক। আর হ্যাঁ পিয়ানো বাজাতে হলে আপনাকে অবশ্যই গানটির সুরটা সঠিকভাবে জানতে হবে। কারণ, একটা গানের সঠিক সুর যদি না জানেন তাহলে তো আপনি সুরটা বাজানোর কথা ভাবেন কীভাবে? তাই, যদি আপনি একটা গানের সুর ঠিকভাবে না গাইতে পারেন তাহলে রিকোয়েস্ট ভাই, মিউজিক আপনার জন্য না। তাই কোনোদিন আপনি গানই গাননি। তাহলে আপনি এটা বাজাতে পারবেন না। আর এটা বাজাতে হলে অন্তত গান বিচার করার ক্ষমতা থাকতে হবে। এটা না হলে অসম্ভব। তবে হ্যাঁ। আপনি অভ্যাস করতে করতে একটা পর্যায়ে পৌছে যাবেন তখন দেখবেন যে হ্যাঁ আপনিও পারছেন। এটার কোনো শর্টকাট নেই। আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। আপনাদের সুবিধার্থে একটা ভিডিও টিউটোরিয়াল দিলাম।

VIDEO TUTORIAL (Youtube)

পরবর্তীতে আপনাদের আরো কিছু গানের প্র্যাকটিস করাব। স্বরলিপি, কিবোর্ড-লিপি দেব। ধীরে ধীরে শিখুন। আর প্র্যাকটিস করতে থাকুন। অবশ্যই একদিন পারবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। কোনো সমস্যা হলে ফেসবুকে জানান।
ফেসবুকে আমি:
https://www.facebook.com/Paakhy
FL Studio Group:
https://www.facebook.com/groups/FLStudioTutorial
.....

0 coment�rios:

পরীক্ষাটা শেষ করে আবার আপনাদের জন্য লিখতে বসলাম। তবে কিছু কথা বলে নিই। আমার টিউটোরিয়ালগুলো শুধুমাত্র যারা FL Studio ’ র কাজ শুরু ক...

FL Studio Tutorial: তাল শিখুন



পরীক্ষাটা শেষ করে আবার আপনাদের জন্য লিখতে বসলাম। তবে কিছু কথা বলে নিই। আমার টিউটোরিয়ালগুলো শুধুমাত্র যারা FL Studioর কাজ শুরু করবেন তাদের জন্য। ধীরে ধীরে আপনাদের এ বিষয়ে দক্ষ করে তোলা হবে। আপনারা হয়তো লক্ষও করেছেন আমি কিন্তু কেবলমাত্র একরকম গাঠনিকভাবে, শুধুমাত্র সহজে কাজগুলো করতে পারবেন তার একটা নমুনা দিচ্ছি। আপনারা যা শিখবেন একদম সঙ্গীতের নিয়মমাফিক শিখবেন। আর যা তৈরি করবেন, সব নিজেই তৈরি করবেন। কারণ, নিজে তৈরি করার মধ্যে আনন্দটাই আলাদা। আর পরে এর মাঝেও অনেক কাজ শিখাব যা দ্বারা আপনি আপনার তৈরি মিউজিককে আরো সুন্দর করে তুলতে পারেন। একটা গানের শুধুমাত্র মিউজিক থাকলো (কারাওকে), আর আপনি গাইলেন। সেক্ষেত্রে আপনার আনন্দ বেশি হবে নাকি আপনি যদি নিজেই একটা গানের পুরো মিউজিক তৈরি করতে পারেন সেক্ষেত্রে আনন্দ বেশি হবে? 

ছোটবেলায় পড়ে এসেছেন মনে নেই? নিজ হাতে গড়া মোর, কাঁচা ঘর খাসা। এক্ষেত্রে আপনি সঙ্গীত সম্পর্কে জেনেই তৈরি করতে পারবেন। তাই একদিকে শেখাও হবে আরেকদিকে গানও তৈরি হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা নিয়মমাফিক শিখুন। আর অনেকে পিয়ানো বাজাতে পারেন না। শুধুমাত্র পিয়ানো বাজানোর জন্য আলাদা একটা টিউন করব। একটু সময় নিয়ে।

আর একটা কথা,
আমার ফোন নাম্বার চেয়ে চেয়ে অনেকে বিরক্ত হয়ে গেছেন। আবার অনেকে এটাকে ভাব বা কি যেন শব্দটা.....ও ডিম্যান্ড দেখানো হিসেবে ইতোমধ্যেই ভেবে নিয়েছেন। কিন্তু একটিবার চিন্তা করুন আপনারা যদি সবাই ফোন নাম্বার চান তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আর কেউ ফোন নাম্বার চাইবেন না। আপনাদের যা সমস্যা তা এখানে কমেন্ট করতে পারেন বা ফেসবুকে জানাতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আর যদি সেই ভাব বা ডিম্যান্ডই দেখাতাম তাহলে তো আপনাদের ম্যাসেজের কোনো রিপ্লাই-ই দিতাম না। আপনারা কেউই বলতে পারবেন না যে আমি কারো ম্যাসেজের রিপ্লাই দেইনি। দেরিতে হলেও দিয়েছি। যাইহোক।
আসুন শুরু করা যাক।

গতপর্বে ড্রাম ও পিয়ানো নিয়ে হালকাভাবে বুঝিয়েছিলাম। আপনারা হয়তো প্র্যাকটিসও করেছেন। তবে একদিনেই তো আর একটা গান উঠিয়ে ফেলা সম্ভব না। আজ আপনাদের বোঝাব তালআপনারা অনেকেই তাল ধরে রাখতে পারেন না। আবার অনেকে তাল জিনিসটাই বোঝেন না। অবশ্যই এটা ভাদ্র মাসের তাল নয়। আসুন গানে গানে বলি।

২য় টিউটোরিয়ালে আপনাদের শ্রাবণের মেঘগুলো গানের একটা flp ফাইল দিয়েছিলাম। সেটা ওপেন করুন। 

Pattern1-এ আছে শ্রাবনের মেঘগুলো
Pattern2-এ আছে জড়ো হলো আকা
Pattern3-এ আছে শে...

একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে Pattern1 শেষ হতে যতক্ষণ সময় লাগছে, Pattern2 শেষ হতেও একই সময় লাগছে। এমনকি Pattern3 শেষ হতেও একই সময় লাগছে। একইরকমভাবে Pattern4,5,6 ও তাই। আরেকটি বিষয় লক্ষ করুন।
গানটি যখন বাজছে তখন কোন্‌ জায়গায় Kick টা পড়ছে? দেখুন Pattern1-এ মোট চারটা জায়গায় Kick আছে। বোল্ড হরফে দেখাচ্ছি। 

শ্রা-ব-নে-র-মে-ঘ-গু-লো। শ্রা,নে,মে,গু এই ৪টা জায়গায় Kick পড়েছে। আর এই ৪টা জায়গার সময় ব্যবধান কিন্তু একদম সমান। সুতরাং আপনি যখন গাইবেন তখন কিন্তু এই ৪ টা জায়গাকেই প্রাধান্য দিতে হবে এবং গাওয়ার সময় লক্ষ রাখবেন যেন প্রতিটা Kick এর মধ্যেই সময় ব্যবধান একই থাকে। এটাই হচ্ছে তাল।
তো আপনি ভাবছেন তাহলে কি স্টপওয়াচ ধরে গান গাইব? আসলে আমরা উসাইন বোল্ট না যে স্টপওয়াচ ধরে আমাদের সময় মাপতে হবে। ভালো গানগুলো আমাদের মস্তিষ্কে ভাললাগা তৈরি করে কেন জানেন? যখন এই জায়গাগুলো সঠিকভাবে মেইনটেইন হয় আর তালের সাথে প্রাধান্য দেয়া জায়গাগুলোতে সঠিকভাবে গাওয়া হয় তখনই একটা গান আমাদের মস্তিষ্ক পছন্দ করে নেয়। তাই একটা গান পছন্দ হতে হলে সেই গানের তাল রক্ষার বিষয়টাই মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও ছন্দমিল, গানের কথা ও সুরও গান ভাল লাগার পেছনে কাজ করে।
তো আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো। গানটা গাওয়ার সময় আপনার মাথাটা ঝোঁকাতে থাকুন। দেখবেন গানটার সাথে একটা দহরম-মহরম হয়ে গেছে। আপনি যখন সময় ব্যবধানটা লক্ষ করে একটা গান কয়েকবার গাইতে থাকবেন তখন স্বয়ংক্রীয়ভাবেই তালটা আপনার মাথায় সেট হয়ে যাবে।
 
এখন আমি বহুল প্রচলিত দুইটি তাল নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কাহার্‌বা ও দাদরা। আমাদের উপমহাদেশের বেশিরভাগ গানই এই দুই তালে হয়।

কাহার্‌বা:
প্রথমে এখান থেকে Download (75kb) করে FL Studio-তে তাল টা ওপেন করে Pattern1 টা বাজান।
Pattern1-এর Piano Roll চালু করলে দেখবেন উপরে Abc এর কালো বারের 1 থেকে 2  পর্যন্ত স্থানে মোট 8 টি নোট পড়েছে। আরো লক্ষ করুন। প্রতিটা নোটের মধ্যবর্তী ব্যবধান একই। এটিই মূলত কাহার্‌বা তালের শর্ত। আটটি নোটবিশিষ্ট অর্থাৎ আট মাত্রার। 
আর মনে রাখবেন কাহার্‌বা তালের ক্ষেত্রে SNAP সবসময় Beat/Step ½ বা ¼ রাখবেন। তবে ½ Step রাখলে সুবিধা হয়। আর আপনাদের সুবিধার্থে অনেক গানের জন্য আপনারা Pattern2/3/4/5/6 বা আপনার সুবিধামতো ড্রাম তৈরি করতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন 1 থেকে 2 পর্যন্ত জায়গার ৮ ভাগে কোনোনা কোনো নোট (একই বা আলাদা) বসে আর FPC-তে অনেক এইরকম তাল পাবেন। এবার এই তালের সাথে TEMPO পরিবর্তন করে আপনার পরিচিত কিছু গান মেলান তো। (সব প্যাটার্নের সাথেই চেষ্টা করুন) 
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা..... TEMPO 120
চুমকী চলেছে একা পথে..... TEMPO 120
পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে..... TEMPO 120
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই..... TEMPO 120
তুমি যে আমার কবিতা.... TEMPO 88
আয়নাতে ঐ মুখ দেখবে যখন.... TEMPO 88
সোয়াচাঁন পাখি.... TEMPO 82
আমার গায়ে যত দুঃখ সয়.... TEMPO 82
সেই মেয়েটি আমাকে ভালবাসে......... TEMPO 128
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

যেকোন গানের তাল চিনতে হলে যদি দেখেন Pattern1-6 এর সাথে গাওয়া যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা কাহার্‌বা তাল। এই তালের সাথে আবার আপনি নিচের গানগুলি কিন্তু গাইতে পারবেন না। TEMPO যাই হোক না কেন।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে.....TEMPO 122
তুমি কি দেখেছ কভু.....TEMPO 115
একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা....TEMPO 115
মোরা একটি ফুলকে বাঁচাব বলে বলে যুদ্ধ করি....TEMPO 112
ও মেয়ের নাম দেব কী ভাবি শুধু তাই....TEMPO 112
সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি....TEMPO 112
বারান্দায় রোদ্দুর....TEMPO 122
গাড়ি চলে না, চলেনা..... (তবে এই গানের একদম শেষে তাল পরিবর্তন হয়).....TEMPO 118
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
দাদরা:
এবার আসুন নিচের দাদরা তালের সাথে উপরের গানগুলো TEMPO অনুসারে গাইতে থাকুন।
এখান থেকে Download করে Pattern1 বাজান।

 

মিলেছে এবার? অবশ্যই মিলবে। এবার কি বুঝতে পেরেছেন যে দুই তালের পার্থক্য আছে? হ্যাঁ। এটাই দাদরা তাল। এবার হয়তো আপনি আরো অনেক গান খুঁজছেন  বা পেয়েও গেছেন। আসলে তাল বোঝার জন্য যেকোন একটা গানের তাল মনে রাখবেন। তারপর ওটার সাথে যে গানটির তাল মেলাবেন তার তুলনা করুন। দেখুন মেলে কি না। এটাই তাল মনে রাখার সবচেয়ে ভাল উপায়। আর হ্যাঁ। দাদরা তালের সময় অবশ্যই SNAP-Step/Beat 1/3 বা 1/6 রাখবেন। তবে 1/3 Step রাখলে সুবিধা হয়।
এটা ছাড়াও আরো এক প্রকার দাদরা আছে। সেটা Pattern2 তে পাবেন। চালু করুন আর গাইতে থাকুন।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
পুরানো সেই দিনের কথা..... TEMPO 115
ধনধান্যে পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা.....TEMPO 110
তুমি কোন্‌ কাননের ফুল, কোন্‌ গগনের তারা.....TEMPO 110
আলো আমার আলো ওগো আলো ভূবন ভরা.....TEMPO 110
দিনগুলি মোর সোনার খাঁচায়.....TEMPO 110
এ মণিহার আমায় নাহি সাজে....... TEMPO 110
Bheegi Bheegi (জেম্‌স)........TEMPO 110
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
যাইহোক। কোনোমতে যদি এই তিনটা তালের পার্থক্য ধরতে পারেন তাহলে আপনার আর তাল খুঁজতে হবে না। বেশি বেশি করে চেষ্টা করুন তিনটার পার্থক্য ধরতে। তাহলেই আপনি তাল জিনিসটা বুঝতে পারবেন।

এবার একটা পরীক্ষা দিন। পাগলা হাওয়ার বাদল দিনে গানটা কোন্‌ তালের হবে?
পারছেন না? পারবেন কীভাবে? আপনারা তো হেমন্ত বা কিশোর কুমারের কন্ঠে এই গান শোনেন নি। আপনারা শুনেছেন উলাল্লা, উলাল্লা, উলাল্লা ও....,উলাল্লা, উলাল্লা, উলাল্লা ও.... এই লাইন দিয়ে শুরু করা Remix "পাগলা হাওয়া"। গানটার মূল তাল হলো দাদরা। অথচ রিমিক্স করে এটাকে কাহার্‌বা বানানো হয়েছে। এবার হয়তো বুঝেছেন দাদরা আর কাহার্‌বা'র পার্থক্য। আসলে এই একটা কারণেই DJ/Remix আমার পছন্দ না যে এরা পুরো গানের স্বকীয়তাকেই পরিবর্তন করে দিচ্ছে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে নির্ঘাত হার্টফেল করতেন।
আর এই জন্যই তো বলি,
Let’s preserve the old lyrics.

কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর কেমন লাগলো তাও জানাবেন।

ফেসবুকে আমি:
https://www.facebook.com/Paakhy

FL Studio Group:
http://www.facebook.com/groups/FLStudioTutorial
 :::::

0 coment�rios: