ধ্বনি হোক অলংকৃত

আগের পোস্টে আপনাদের কিছু Software দিয়েছিলাম। আশা করি সবাই Download করতে পেরেছেন। আজ FL Studio’র বেসিকটা আপনাদের জানাবো। আর তা প্র্য...

FL Studio Bangla Tutorial Tutorial : Basic


আগের পোস্টে আপনাদের কিছু Software দিয়েছিলাম। আশা করি সবাই Download করতে পেরেছেন। আজ FL Studio’র বেসিকটা আপনাদের জানাবো। আর তা প্র্যাকটিস করাতে করাতে। মনোযোগ দিয়ে পড়বেন। ধৈর্যহারা হবেন না। আপাতত এই কয়েক মিনিট এই দিকে মনোযোগ শুরু করা যাক তাহলে।
1.Browser (F8): এটা হলো ব্রাউজার। শর্টকাট কী হলো F8. একবার চাপ দিলে আসবে আরেকবার চাপ দিলে চলে যাবে। আপনিও চেষ্টা করুন। দরকার আছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড নিয়ে কাজ করতে পারি। আবার আমরা কোনো কাজ করতে নিলে এটা সয়ংক্রীয়ভাবে তার ক্ষেত্র উল্লেখ করবে। যেমন: আপনি ভুল করলে Ctrl+Alt+Z চাপলে সাথে সাথে আগের History গুলো এখানে চলে আসবে। কাজের সময় আমরা বিস্তারিত আলোচনা করব। 2.Pattern (F6): এটা হলো প্যাটার্ন। মূল কাজ এখানেই। এখানকার কাজ একটু ভালভাবে বর্ণনা করা যাক। এইখানে আপনাকে গানের এক লাইন-এক লাইন করে তাল অনুসারে মিউজিক তৈরি করতে হবে। যেমন ধরুন। আপনি “শ্রাবণের মেঘগুলো” গানটার মিউজিক কম্পোজ করতে চান। সেক্ষেত্রে তাল অনুসারে আপনাকে গানটাকে খন্ড খন্ড করতে হবে। আর তারপর আপনাকে এই খন্ড খন্ড লাইন গুলো বসাতে হবে Playlist (F5)-এ। যেমন: (তাল অনুসারে)
Pattern1:
শ্রাব
নের
মেঘ
গুলো
Pattern2:
জড়ো
হলো
কা
Pattern3:
শে...
Pattern4:
ঝোরে
নাম
বে বুঝি
Pattern5:
শ্রাব
ণ্‌
ঝরা
Pattern6:
য়ে
-
-
-
এখন মূলগানে এই দুই লাইনটা আবার গায়। সেক্ষেত্রে কি আপনি আবার দুইটা Pattern করবেন? না, FL Studio’র সুবিধাই হলো এটি। একই সুরবিশিষ্ট লাইন একবার তৈরি করলে দ্বিতীয়বার তৈরির প্রয়োজন পড়ে না। Playlist এ এই দুইটা Pattern আবার বসাতে পারবেন। Playlist এর ব্যাপারে পরে যখন আমরা প্র্যাকটিস করব তখন বিস্তারিত বলব।
কিন্তু ভাবছেন আরেকটা Pattern নেবেন কীভাবে? কি-বোর্ডে সবার ডানপাশে যে Numeric কি-বোর্ড থাকে সেখানে ‘+’ (প্লাস) বাটন চাপলেই দেখবেন পরের প্যাটার্নে চলে গেছেন। তখন প্যাটার্ন বক্সের উপরে লেখা দেখতে পাবেন Pattern2. আর আগের প্যাটার্নে ফিরতে ‘-’ (মাইনাস)বাটন চাপুন। আর F4 এ চাপ দিলেই আপনি একটা নতুন ফাঁকা প্যাটার্ন নিয়ে কাজ করতে পারেন।
ফাইলটা ডাউনলোড করুন। মাত্র 56kb কিলোবাইট।
ফাইলটা ডাউনলোড করে FL Studio 11 দিয়ে ওপেন করে স্পেসবারের চাপ দিন। প্রথম প্যাটার্ণটা বাজবে। আমি হালকা একটা ড্রাম আর একটা ইলেট্রিক গিটার ব্যবহার করেছি। এরপর ‘+’ বাটন চেপে চেপে সবগুলো প্যাটার্ণ শুনুন। দেখুন আমি যে প্যাটার্ণ উপরে উল্লেখ করেছি। তার সাথে মেলে কি না।
Playlist (F5):
বলেছিলাম যে প্যাটার্ণগুলো বসাতে হয় Playlist-এ। তো আমি 6 টা প্যাটার্ণই Playlist-এ বসিয়েছি। এবার তাহলে পুরোটা কী হলো সেটা শোনার পালা। যখন আমরা স্পেসবারে চাপ দিয়ে প্যাটার্ণ বাজাচ্ছিলাম তখন খেয়াল করবেন যে উপরে ডিজিটাল ঘড়ির মতো অংশের নিচে PAT এর পাশে বাদামী আলো জ্বলছিল।আর যখন আমরা Playlist বাজাবো তখন আমাদের অবশ্যই PAT এর নিচে SONG এর পাশের সবুজ লাইটটা জ্বালাতে হবে। এবার স্পেসবারে চাপ দিন। সবগুলো একসাথে বাজবে।এতো খুশি হয়ে গেলেন! কিন্তু তারপরও ভাবছেন আমি যে ইলেট্রিক গিটার ব্যবহার করেছি সেটা কোথায় পেলাম। আর Playlistএ প্যাটার্ণগুলো বসালামই বা কী করে। সবকিছুই বলছি।
প্রথমেই বলি যে Playlist এ প্যাটার্ণগুলো বসালাম কী করে। আপনি যখন Pattern1 এ, তখন আপনি Playlist এ গিয়ে যদি Track1/Track2 (ইচ্ছা)-এর ঘরে মাউসের বাম বাটন চাপেন তাহলে ঐ অংশে আপনার তৈরি Pattern1 বসে যাবে। তাল রক্ষার জন্য মাউস দিয়ে এটাকে বামে-ডানে সরিয়ে ঠিক জায়গায় স্থাপন করুন। এরপর ‘+’ বাটনে চাপ দিন অর্থাৎ Pattern2 তে যান। এরপর মাউসের বাম বাটনে চাপ দিয়ে ঠিক Pattern1 এর পাশে স্থাপন করুন। এবার আবার ‘+’ বাটনে চাপ দিনআর একে একে ৬ টি প্যাটার্ণই বসান। তারপর SONG পাশের সবুজ আলো জ্বালিয়ে Playlist এর গানটা চালু করুন। এইতো আপনি পেরেছেন!যদি না পারেন তবে নিচের ভিডিও টিউটোরিয়াল দেখে নিন। আরে ভাই, আমার এলাকায় 3G থাকলে কি আর এতক্ষণ ধরে লিখতে বসি। আপনাদের ভিডিও টিউটোরিয়াল দিয়ে ভরিয়ে দিতাম।
3. Mixer (F9): এটার এখন কোনোই দরকার নেই। কারণ এটা যখন গান রেকর্ডিং শেখাবো তখন এ বিষয়ে বিস্তারিত বলবো। তবে এটুকুই বলি যে এটা দিয়ে আমার অপছন্দের কিছু শিল্পীদের গানের মতো Vocal ইডিটিং বেশ ভালোভাবেই করা যায়। পরে এ বিষয়ে বিস্তারিত বলব। আর সেই ইলেট্রিক গিটার কোথায় পেলাম তা এখন বলি। ভাইজান, FL Studio হলো অসংখ্য ভার্চুয়াল বাদ্যযন্ত্রের সমুদ্র। আপনাকে একটা কথাই বলব। FL Studio ওপেন করে একবার মাউসের চাকাতে বা Ctrl+F8 এচাপ দিয়ে দেখুন।
অবাক হলেন এতো বাদ্যযন্ত্র দেখে? আপনাকে আরো একটু অবাক করে দিই। All থেকে Sytrus বাদ্যযন্ত্রটা মাউস দিয়ে টেনে এনে FL Studio’র মাঠে ছেড়ে দিন।

এখন কি-বোর্ডের Q থেকে ] পর্যন্ত, A থেকে Enter এর আগ পর্যন্ত, Z থেকে / পর্যন্ত বোতামগুলো চাপুন। একটা হারমোনিয়াম/পিয়ানোর সাথে কোনোই পার্থক্য নেই। আর একটু অবাক করে দিই? Sytrus এর উপরের ডান কোনায় যেখানে ক্রস (x) চিহ্ন আছে তার বাম পাশে দেখবেন দুইটা বাম-ডান এ্যারো চিহ্ন আছে। সেখানে মাউস রেখে শুধু মাউসের ডান বাটন একবার ক্লিক করে দেখুন।
শেষ হচ্ছেনা? মাউসের চাকা ঘুরান। আমি এখান থেকেই Electric 3 নিয়ে একটু আগে কাজ করলাম। একটা বাদ্যযন্ত্রতেই যদি এত সাউন্ড থাকে তাহলে আরগুলোর কথা না হয় না-ই বললাম। তবে সত্যি কথা হলো একটা গান তৈরিতে সবগুলো বাদ্যযন্ত্র লাগেনা।আর ড্রামের ব্যবহার তো মনে হয় এতক্ষণে শিখে ফেলেছেন। তবে আরো কয়েকভাবেড্রাম ব্যবহার করা যায়। সবই শিখাবো ধীরে ধীরে। আজ অনেক বকবক করেছি। FL Studio তে কম্পোজ করা আমার কন্ঠের একটা গান আপনাদের দিয়েই আজ শেষ করতে চাই। (আমি কী নির্লজ্জ!) এটা আপনাদের শুনতে ভালো না লাগুক, আপনাদের উৎসাহ বাড়বে। আর যদি সৌভাগ্যবশত প্রশংসা পেয়েই যাই তাহলে আমিও উৎসাহ পাব।
কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।
পোস্টটি সর্বপ্রথম প্রকাশ করেছি এখানে >>
ফেসবুকে আমি: Sandpiper Mehedee

18 comments:

  1. download lingk gulo kaj korche na?

    ReplyDelete

  2. To boost your appetite and reduce the hunger craving there are tons of supplements available
    today but among them one source works great that is named as Pro Keto X, which leads to burn
    stubborn fat presence from the body and gives a slim and stylish waistline
    Keto Pro X

    ReplyDelete

  3. Why worry with the weight loss factors when there is one of the best weight loss supplement
    available in the market that is named as teal farms keto and works to remove bad cholesterol
    and boost the metabolic rate of the bodyto deliver controlled weight gain and burn unwanted
    calories naturally Teal Farms Keto

    ReplyDelete
  4. Healrun is a health news blog we provide the latest news about health, Drugs and latest Diseases and conditions. We update our users with health tips and health products reviews. If you want to know any information about health or health product (Side Effects & Benefits) Feel Free To ask HealRun Support Team.

    ReplyDelete
  5. Supplements For Fitness supplements depend heavily on caffeine as the main ingredient. Caffeine has the effect of increasing metabolism, as well as dehydration. This gives the client the initial feeling of being in that moment, but the edema also occurs when the body tries to contain as much liquid as possible to improve its chances

    ReplyDelete
  6. Pilpedia is supplying 100 percent original and accurate information at each moment of time around our site and merchandise, and the intent is to improve the usage of good and pure health supplement. For More Info please visit Pilpedia online store.

    ReplyDelete
  7. WiredReach.org is dedicated to bring you the best in Internet Marketing, Blogging and the entire Make Money Online spectrum. We are your finest source of info

    ReplyDelete
  8. Abundance Manifestor Guide is an online program aimed at those who want to change their lives. It is one of the latest guides that revolves around the law of attraction

    ReplyDelete
  9. The most successful companies today understand the value of gathering data for business intelligence. An IBM C-suite study reveals that 94% of CMOs expect to accelerate the introduction of advanced (predictive) analytics and mobile applications into their business in the next 3-5 years, creating an immense opportunity for in-house marketers to apply industry-specific insights to data and customer behavior. For companies pursuing an IPO or increased valuation, independent” and data- oriented” are two very alluring descriptors for investors to latch onto. In-house analytics expertise around the customer purchasing decision journey is a direct reflection of a company's ability to be self-reliant, know their customers and be reactive to new technology.https://www.reviewengin.com/adtrics-academy-review/

    ReplyDelete
  10. Keto BHB 800 is a best supplement that gives exogenous ketones it will helps those already consuming diet get up more from efforts and allow to want some of advantages of ketosis without containing to adhere full diet for get up their wish well. Ketone bodies are produces by liver (in absence of carbs) and used fat metabolize fat store
    Kindly Visit on Keto BHB 800

    ReplyDelete
  11. This essay is not just for Quick Fat Burner except for Weight Loss Tips too. This was invalid. It's the occasion to stick it where the sun do not shine. I went to a highly acclaimed school and i can have to work out how well I will manage Weight Loss. The trick is that this when it matches Weight Loss Diet Pills. Keto Power Boost As consultants say, it's not Quick Weight Loss however the formula in that slim body is introduced.

    http://www.sharktankdiets.com/keto-power-boost/

    http://www.sharktankdiets.com/

    ReplyDelete