ধ্বনি হোক অলংকৃত

কেমন আছেন সবাই? টেকটিউনস বন্ধ থাকাতে আর আমিও ভর্তি প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে খুবই কমই কি-বোর্ডের সাথে সাক্ষাৎ হয়েছে। আর আল্লা...

FL Studio Tutorial : Mixer Tutorial



কেমন আছেন সবাই? টেকটিউনস বন্ধ থাকাতে আর আমিও ভর্তি প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে খুবই কমই কি-বোর্ডের সাথে সাক্ষাৎ হয়েছে। আর আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হয়েছি। যাইহোক আবারও ফিরে এলাম আমাদের জন্য ৭ নম্বর টিউটোরিয়াল নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় হলো Mixer.

আসলে একটা গানের শুধু মিউজিক আর ভোকাল দিয়ে গান গাইলেই গান হয়ে যায় না। গানের বিভিন্ন অংশে কিছু ইফেক্ট প্রয়োগ করতে হয়। আজ আমরা সেরকমই কিছু শিখব। তাহলে আসুন শুরু করা যাক।
Mixer এ মূলত আমরা আমাদের ভোকালের কিছু নির্দিষ্ট জায়গায় কাজ করব। কারণ, গানের কিছু ক্ষেত্রে একটু ইফেক্ট যোগ না করলে গানটা অতটা শ্রুতিমধুর হয় না। আবার এই Mixer-এর সাহায্যে আপনারা আরো একটা কাজ করতে পারেন। প্রচার রেকর্ডিং ইফেক্টও যোগ করতে পারেন। যেমনঃ 
  • নতুন কোনো বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মাইকের মাধ্যমে প্রচারণা। 
  • কোনো কোচিং সেন্টারে ভর্তির জন্য প্রচারণা। 
  • গবাদি পশু জবাই ও মাংস বিক্রির জন্য প্রচারণা। 
  • গ্রামাঞ্চলে মেলা উপলক্ষে প্রচারণা।
এরকম বহুকাজের জন্য Mixer ব্যবহার করতে পারেন। আপনারা প্রথমে যেকোন গানের সাহায্যে শুরু করতে পারেন। নিচের ধাপগুলি অনুসরণ করুন।
  • FL Studio সফটওয়্যারটি চালু করুন। 
  • F5 এ চাপ দিয়ে Playlist চালু করুন। 
  • এবার যেকোন একটা অডিও ফাইল এনে Playlist-এ ছেড়ে দিন।
  • এবার F9 এ চাপ দিয়ে Mixer চালু করুন। 
  • এর ডানপাশে দেখতে পাবেন কিছু ক্রমিক নাম্বার দেয়া আছে। এখান থেকে আপনাকে ইফেক্টগুলো সিলেক্ট করতে হবে। 
  • ধরা যাক 1 লেখা অংশের বামপাশের ড্রপডাউন মেনু থেকে আমরা Select থেকে Fruity Parametric EQ 2 সিলেক্ট করলাম। 


  • এবার Fruity Parametric EQ 2 এর Presets থেকে অর্থাৎ যেটা কিনা উপর ডানপাশে বাম-ডান চিহ্নের উপর মাউসের রাইট বাটনে চাপ দিলেও ওপেন হবে, সেখান থেকে Radio সিলেক্ট করুন। এখন দেখবেন গানটা পুরোনো রেডিওর মতো শোনাচ্ছে। 
 
  • এবার যদি আপনি Old Telephone সিলেক্ট করেন তাহলে গানটা চালু করলে দেখবেন যে পুরোনো দিনের টেলিফোনের মতো সাউন্ড হচ্ছে। এভাবে আপনার মনমতো ইফেক্ট আপনি Mixer-এ অন্তর্ভুক্ত করতে পারেন।
আমার নিয়মিত ব্যবহৃত কিছু ইফেক্ট Fruity Reverb, Fruity Flanger, Fruity Delay, Fruity Parametric ইত্যাদি। আপনারা আপনাদের প্রয়োজনে সবগুলো ইফেক্টই দেখবেন। আর তার Presets গুলোও অবশ্যই দেখবেন। তারপর সেখান থেকে বাছাই করে ব্যবহার করতে পারেন।
 
ভাবছেন যে আমি যদি কিছু অংশে এরকম ইফেক্ট তৈরি করতে চাই তাহলে কি করব। হ্যাঁ সেটাও শিখিয়ে দিচ্ছি। এরজন্য আপনাকে যা যা করতে হবে-
  • ইফেক্টটা সিলেক্ট করুন। এবার Mixer-এর ঐ ইফেক্টের ডান পাশে দেখবেন যে একটা সবুজ বাতি আর একটি চাকা আছে। চাকার উপর মাউস রেখে মাউসের ডান বাটনে ক্লিক করুন। 
  • সেখান থেকে Create automation clip এ ক্লিক করুন। তাহলে Playlist-এ দেখবেন যে একটা লাইন যোগ হয়েছে যা মাউস দিয়ে ইডিট করা যায়। এই ইডিট করার কৌশলটা আপনারা একটু ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নিন।
 


এবার হয়তো বুঝে গেছেন যে কিভাবে কাজ করবেন। কোনো সমস্যা হলে জানাবেন।
আজকের মতো এ পর্যন্তই। আজ শেষ করবো একটা মজার অডিও আর আমার কর্কশ কন্ঠের একটা গান দিয়ে। FL Studio দিয়েই তৈরি করা।
Funny News: Download ↓↓↓
আমার কন্ঠের একটা রবীন্দ্র সংগীত:  Download ↓↓↓

ভালো থাকবেন সবাই। কোনো সমস্যা হলে অবশ্যই ফেসবুকে জানাবেন। ধন্যবাদ।



ফেসবুকে আমি:
https://www.facebook.com/Paakhy

গ্রুপ লিংক :
https://www.facebook.com/groups/FLStudioTutorial

[[বিঃদ্রঃ ধর্মীয়ভাবে সঙ্গীত নিয়ে কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ দলিল অনুযায়ী ইসলামে বাদ্যযন্ত্র হারাম। তাই সঙ্গীতও হারাম। কারণ, তৎকালীন আরবসমাজে সঙ্গীত, মদ-জুয়া ও নারী এই তিনটি জিনিসই মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যেত। তাই অশ্লীল, খারাপ বা উত্তেজক কোনো গান শ্রবণ করবেন না। সত্য, সুন্দর ও পবিত্র গান শুনুন। আর খেয়াল রাখবেন যেন সঙ্গীত আপনাকে কোনোভাবেই যেন ধর্ম থেকে দূরে নিয়ে না যায়। অবসর সময়েই কেবলমাত্র শিক্ষার জন্যই আমার পোস্টটি। এর দ্বারা কোনো পাপকাজ সংঘটিত হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই নিজ দায়িত্বে সফটওয়্যারগুলো ব্যবহার করুন।]]
----

6 coment�rios:

কেমন আছেন সবাই? নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৯ নম্বর টিউটোরিয়ালটি। শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আজ আমরা একটা গান কমপ...

FL Studio Tutorial : Completing a Music Part 1


কেমন আছেন সবাই? নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৯ নম্বর টিউটোরিয়ালটি। শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আজ আমরা একটা গান কমপ্লিট করার চেষ্টা করব। দেখি আজ ভিডিও ছাড়াই চেষ্টা করব শিখানোর। শুরু করি তাহলে-
  •  FL Studio ওপেন করুন।
  •  View> Plugin Picker (Ctrl+F8) থেকে FPC টেনে নিয়ে আসুন। 
  • Fpc Polka 10 এর ডানপাশের এ্যারোটি চেপে Fpc Ambient Groove 01 এ নিয়ে আসুন। 


  • TEMPO 80 BPM করুন।
  • View> Plugin Picker (Ctrl+F8) থেকে এবার FL Keys টেনে নিয়ে আসুন।
  • FL Keys এর Decay এর বাটনটি ঘুরিয়ে সবার ডানে নিয়ে যান। কয়েকবার চেষ্টা করলে পরিবর্তনটা বুঝতে পারবেন।
  • View> Plugin Picker (Ctrl+F8) থেকে এবার Sytrus টেনে নিয়ে আসুন।
  • Sytrus এর Presets থেকে Octaver Orchestra সিলেক্ট করুন।
  • F5 এ চেপে Playlist চালু করুন। 
  • উপরে একদম বামেপাশ ঘেঁষে Pattern1 বসান। 
 
  • এবার লাল রং থাকা অবস্থায় Ctrl+B চাপতে থাকুন গানটার দৈর্ঘ্য যতক্ষণ চান।
  • SONG এর সবুজ বাতি জ্বালিয়ে বাজাতে থাকুন। দেখবেন শুধু ড্রামই বাজছে যতদূর পর্যন্ত Ctrl+B চেপেছিলেন। 
  • এবার নিউমেরিক কিবোর্ডের লম্বা-প্লাস (+) বাটনে চাপুন অথবা Pattern-এ থাকা অবস্থায় F4 এ চেপে নতুন Pattern অর্থাৎ Pattern2 তে যান। 
  • SNAP ½ Step রাখুন। 
  • এবার Octaver Orchestra-এর Piano Roll-এ গিয়ে উপরের কালো বারের 1-3 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান। পারবেন।


  • 3-5 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান।



  • 5-7 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান।


  • 7-9 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান। 
 
  • এখন উপরের সিলেক্ট কী চেপে 1-3 পর্যন্ত জায়গা সিলেক্ট করে Ctrl+C চেপে কপি করে সবার ডানে উইন্ডো সরিয়ে Ctrl+V  চেপে সবার ডানে পেস্ট করুন। যদি সমস্যা হয় তো নিজেই প্রথমকার নোটগুলো স্থাপন করুন। মোটকথা 1-3 পর্যন্ত স্থানের নোটগুলো 9-11 পর্যন্ত স্থানটিতে বসান। 
  • এবার আবার Playlist এ যান। Track2 ঘেঁষে Pattern2 বসান। 
  • এবার বাজান। শুনলেন তো। ব্যস।

ওকে এবার আমরা কর্ড বসাবো। আসলে কর্ড জিনিসটা হলো গানের সুরের সাথে সামঞ্জস্যপূর্ণ একাধিক নোটের মিলিত সুর। এটা প্র্যাকটিসে প্র্যাকটিসে বুঝতে পারবেন। তবে গত পর্বের টিউটোরিয়ালটা পড়ে থাকলে এ বিষয়ে কিছুটা হলেও জ্ঞান থাকবার কথা।
  •  Pattern2 তেই FL Keys এর Piano Roll ওপেন করুন। নিচের চিত্রের মতো করে কালো বারের 1-11 পর্যন্ত নোট বসান। এরপর বাজান। দেখবেন সাউন্ডটা আরো বেশি শ্রুতি মধুর হয়েছে।


  • আরো বৈচিত্র আনতে হলে নিচের মতো করে কর্ডগুলো বসান। তারপর স্পেসবার চেপে বাজান।
 
  • আরো একটা কাজ করুন। FL Keys এর উপর ডান বাটন চেপে Clone করুন। দেখবেন আরো একটা FL Keys #2  নামে নিচে এসে গেছে। 
  • এবার FL Keys #2 এর Piano Roll ওপেন করুন। আর নিচের চিত্রের মতো উপরের কালো বারের 5 এর আগ থেকে 9 পর্যন্ত বসান।



এবার বাজান। কেমন?
এবার এটা যদি mp3 আকারে আপনার পিসিতে রাখতে চান তাহলে File> Export> MP3 file এ গিয়ে সেভ করুন অথবা সংক্ষেপে Shift+Ctrl+R চেপে সেভ সিলেকশান দিয়ে Start অপশনটিতে চাপুন। কয়েক সেকেন্ডের ভিতরেই দেখবেন তা mp3 আকারে সেভ হয়ে গেছে।

আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর গানটা কী ছিল এটাও জানাবেন। তাহলে আমি বুঝতে পারব আপনারা পেরেছেন।
ধন্যবাদ সবাইকে।

1 coment�rios:

স্বাগতম এক ডজন নম্বর টিউটোরিয়ালে। শিরোনাম দেখেই বুঝেছেন হয়তো আজ শিখাবো FL Studio- তে গিটারের রিদম ( Rhythm) বাজানো ।   আগেই বল...

FL Studio Tutorial: Creating Rhythm in FL Studio


স্বাগতম এক ডজন নম্বর টিউটোরিয়ালে। শিরোনাম দেখেই বুঝেছেন হয়তো আজ শিখাবো FL Studio-তে গিটারের রিদম (Rhythm) বাজানো আগেই বলে রাখি আমার কিন্তু কোনো গিটার নেই। একটা আছে হাওয়াইন। ওটা দিয়েই মাঝে মাঝে শুংশাং গানের সুর তুলি। তবে এ্যাকুইস্টিক গিটারের সাথে কিছুকাল দহরম-মহরম ছিলো। কিন্তু ফিঙ্গারিং-য়ের জন্য একটু আধটু চর্চা করেছিলাম। তার আগে বলে রাখি রিদম জিনিসটা আসলে কী।
রিদম (Rhythm) মানে কী? ছন্দ। ছন্দ বলতে আপনি কী বোঝেন? আসুন ছন্দ নিয়ে কিছু লাইন দেখা যাক।


১। আমি বনফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে....
এখন বলুন ছন্দে ছন্দে কিভাবে আনন্দ পাওয়া যায়? হুমম পাওয়া যায়। বিয়ে বাড়িতে গায়ে হলুদের সময় বর/কনে কে গোছল করালে গ্রামাঞ্চলের মহিলারা কিছু লাইন গায় আর একই ঢঙে নাচতে থাকে। এর অর্থ তিনি ছন্দে ছন্দে নাচছেন। তাহলে ছন্দটা কী হলো? গানের সাথে যে নাচার স্টাইলটা। এইটাই ছন্দ।

২। ...........বৃষ্টিরও ছন্দে, ফাগুনেরও গন্ধে, আমায় তুমি........এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না..........
বৃষ্টিরও ছন্দ আছে! বুঝতে চান? এখন তো শীতকাল। বর্ষাকালে তুমুল বৃষ্টির সময় একবার দুই কান হাতে চেপে ধরবেন। আবার আস্তে আস্তে ছাড়বেন আর বৃষ্টির শব্দের পরিবর্তনটা লক্ষ করবেন। বাহিরে সাধারণত এই ছন্দেই বৃষ্টি পড়ে। তাহলে এখানেও ছন্দ আছে।

৩। ....নাচে ছন্দে ভাল-মন্দ তালে তালে....(মম চিত্তে)
দেখুন এই ছন্দ জিনিসটার কত সংজ্ঞা। ভালমন্দও ছন্দে ছন্দে নাচে। তারমানে একবার ভালো একবার মন্দ। অর্থাৎ ছন্দ সেটাই যার নিয়মিত পুনরাবৃত্তি হবে। আর ছন্দে কিন্তু তালের ব্যাপার আছে দেখেছেন তো?
তাহলে সংজ্ঞাটা কী দাঁড়ালো?
রিদম বা ছন্দ হচ্ছে তাল ও সুরের সাথে সামঞ্জস্যপূর্ণ এক ধরনের নিয়মিত কর্ডের সুর। আপনাদের তাল সম্পর্কে বলেছি। কর্ড সম্পর্কেও আলোচনা করেছি। আসলে একটা গানের কর্ডগুলোকে ভেঙে তাল অনুযায়ী বসালেই সেটা রিদম হয়ে যায়। আর ভাঙতে হবে এমনভাবে যেন তালটা যেন ঠিক থাকে। উদাহরণ দেখুন।
নিচের রিদমগুলো ডাউনলোড করে নিন। একটা কথা বলে রাখি। আমার কোনো শিক্ষক ছিলোনা। তাই কোন্‌ রিদমের নাম কী তা কখনোই বলতে পারবনা। গানের সুবিধার্থে সামঞ্জস্যপূর্ণ রিদমই তৈরি করি। তবে আপনাদের এতটুকু বলে রাখি যে যদি দাদরা আর কাহারবা তাল বুঝতে পারেন তাহলে রিদম তৈরি করা কোনো ব্যাপারই না। উদাহরণ দেখলেই বুঝতে পারবেন।

আর একটা কথা। ইংরেজিতে অভিধানে Rhythm-ই সবচেয়ে বৃহত্তম শব্দ যাতে কোনো স্বরবর্ণ (A,E,I,O,U) নেই।

এখন নিচের ফাইলগুলো ডাউনলোড করে কাজ শুরু করে দিন। খুব বড় ফাইল। প্রত্যেকটাই কিন্তু 2000 byte বা 2 kb এর :)


এখন শুনুন। ডাউনলোড করা ফাইলগুলোর কাজ কী? ফাইলগুলো ডাউনলোড করে জিপ থেকে ছাড়াবেন। দেখবেন একটাতে midi ফাইল আছে আরেকটা fsc ফাইল আছে। midi গুলো অডিও প্লেয়ারেও বাজাতে পারেন আবার FL Studio-তেও ব্যবহার করতে পারবেন। প্রজেক্ট ফাইল দিলে সবারটাতে সাপোর্ট করে না তাই Score ফাইল দিয়েছি। দেখুন এগুলো ব্যবহার করবেন কীভাবে।

১। ধরুন Plugin Picker থেকে FL Keys চালু করেছেন।

২। এখন FL Keys এর Piano Roll চালু করুন।
৩। এরপর File থেকে Open Score এ যান।


৪। তারপর midi নাকি fsc ফাইল চালু করতে চান তা বাছাই করুন।


৫। এরপর আপনার ফাইলটি খুঁজে Open করুন।


৬। এরপর নিচের মতো রিদম আকারে কর্ড ওপেন হবে।



আপনারা FL Keys এর জায়গায় কোনো গিটারও ব্যবহার করতে পারেন।
শুধু এই চারটিই যে কর্ড তা কিন্তু না। আমি একভাবে তৈরি করেছি। একেক গানের জন্য একেকভাবে। এটা নিজের সুবিধামতো তাল অনুযায়ী ঠিক করতে হয়। আপনারা আপনাদের মতো আলাদাভাবে তৈরি করবেন। তবে তালটা রক্ষা করতে হবে। তাহলেই ছন্দটাও ঠিকঠাক হবে।
আজ আর বেশি না। ভালো থাকবেন সবাই ধন্যবাদ।
 

1 coment�rios: