ধ্বনি হোক অলংকৃত

আজ একটা বিশেষ কারণবশত লিখতে বসলাম। ইনবক্সে অনেক প্রশ্ন। ভাই, স্কেল বুঝিনা। আর স্কেল না বুঝলে সঙ্গীত নিয়ে লাফালাফি করে লাভ নেই। আগেই ভে...

তিনটি ভিডিও যা দেখলে মিউজিক বুঝতে পারবেনই।


আজ একটা বিশেষ কারণবশত লিখতে বসলাম। ইনবক্সে অনেক প্রশ্ন। ভাই, স্কেল বুঝিনা। আর স্কেল না বুঝলে সঙ্গীত নিয়ে লাফালাফি করে লাভ নেই। আগেই ভেবে রেখেছিলাম যে এমন একটা ভিডিও বানাব যেটা দ্বারা সবাইকে বোঝানো সম্ভব হবে। যেহেতু ক্লাস নিলে সবার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না তাই চেয়েছিলাম কোনো অ্যানিমেশনের মাধ্যমে যাতে সবাইকে বোঝাতে পারি। আপাতত কমপ্লিট করেই আপলোডটা করলাম।যারা আজ থেকেই মিউজিক কম্পোজিং শুরু করতে চাচ্ছেন বা অনেক আগে শুরু করেও কেউ স্কেল বিষয়টা ধরতে পারছেন না মূলত তাদের জন্যই এই ভিডিও।সবচেয়ে সহজভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছি। মিউজিকের কাজ না করলেও সাধারণ জ্ঞানের জন্য হলেও এই ভিডিও সবাই দেখবেন আশাকরি।
প্রথম ভিডিওতে মিউজিকের সবচেয়ে বেসিক জিনিসগুলো পাবেন। মিউজিক কীভাবে আসলো। নোটের উৎপত্তি কীভাবে এলো এবং সাধারণ কিছু জ্ঞান। দ্বিতীয় ভিডিওতে পাবেন স্কেল সম্পর্কে বিস্তারিত তথ্য। কীভাবে স্কেল বের করবেন আর সে অনুসারে প্র্যাকটিস করবেন।
আর তৃতীয় ভিডিওতে পাবেন যে কীভাবে এই দুই জ্ঞান FL Studio তে প্রয়োগ করে কাজে লাগাবেন আর মিউজিক তৈরি করবেন।তৃতীয় ভিডিওটা অবশ্যই দেখবেন তা না হলে কিছুই ভালভাবে বুঝতে পারবেন না।

Video-1>> Basic of Music for the Beginners

Video-2>> SCALES in MUSIC for the Beginners

Video-3>> Basic of Music + Scales in Music (Practical Discussion) [Important]


আজকে আর বেশি কথা বলব না।আশা করছি এই তিন ভিডিও আপনার অনেক ভুল ভেঙে দেবে। অনেক নতুন তথ্য জানতে পারবেন। আর সবাই বুঝতেও পারবেন আশা করি। বাদবাকি আপনার চর্চার উপর নির্ভর করছে। আর একান্তই যদি না বুঝতে পারেন তাহলে ইনবক্সে বা গ্রুপে জানাবেন। উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে শুভরাত্রি।
Me on Facebook>>
FL Studio Group>>
Youtube Channel>>
ভিডিও-১ ভিডিও-২ ভিডিও-৩

1 comment:

  1. আপনার ইউটিউব ভিডিও আমি দেখেছি, ভাল লেগেছে। আপনি চাইলে আপনার ভিডিওগুলো আমাদের ওয়েবসাইটে(Tutorialsbangla ) প্রমোট করতে পারেন। বিশেষ করে মিউজিক নিয়ে আপনার ধারাবাহিক টিউটোরিয়ালগুলো। কন্টেন্ট লিখে তাঁর মাঝে ভিডিও Embed করলে সেটা প্রকাশ করতে আমাদের কোন সমস্যা নেই।

    ReplyDelete